পিএসজিকে হতাশ করে ১০ বছর পর ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতেছে লিল। এই নিয়ে চতুর্থ বারের মতো লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল দলটি।
 
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তোফ গালতিয়ের দল।
 
ম্যাচের দশম মিনিটে কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। আর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি ফরোয়ার্ড বুরাক ইলমাজ।
 
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি তা।
 
১০ বছর পর লিগ ওয়ানের মুকুট ফিরে পেল দলটি। আগের তিনটি শিরোপা তারা জিতেছে ১৯৪৫-৪৬, ১৯৫৩-৫৪ ও ২০১০-১১ মৌসুমে।
 
শিরোপা জয়ের পথচলায় মৌসুমে মাত্র তিনটি ম্যাচে হেরেছে লিল। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৩। ব্রেস্তের মাঠে ২-০ গোলে জেতা পিএসজি ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
 
ক্ষীণ সম্ভাবনা নিয়ে শিরোপা লড়াইয়ে ছিল মোনাকোও। একই সময়ে শুরু হওয়া ম্যাচে অবশ্য লঁসের বিপক্ষে জিততেও পারেনি তারা, গোলশূন্য করা দলটি ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।
 
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে খেলবে লিল ও পিএসজি। আর মোনাকো খেলবে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির বাছাইপর্বে।
 
ইউরোপা লিগে খেলবে চতুর্থ ও পঞ্চম হওয়া দুই দল লিওঁ ও মার্সেই। অবনমন হয়েছে পয়েন্ট তালিকার ১৯ নম্বর নিম ও ২০ নম্বর দল দিজোঁর।