পিএসজিতে ৩০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে খেলছেন লিওনেল মেসি। যদিও ক্যারিয়ারের লম্বা সময় ধরে ১০ নম্বর জার্সিই ছিল মেসির ট্রেডমার্ক। ১০ নিয়েই বার্সেলোনায় খেলেছেন, দেশের হয়ে খেললেও ১০ নম্বর জার্সি পরেন মেসি।

অবশ্য পিএসজিতেও সেই সুযোগ ছিল তার। কিন্তু লুফে নেননি তিনি।

চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালে বন্ধু নেইমার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চাইলেও নেননি মেসি। খেলেছেন শুরুর দিককার ৩০ নম্বর জার্সি গায়ে।

তবে পিএসজিতে প্রথমবারের মতো মেসিকে দেখা যেতে পারে ১০ নম্বর জার্সি গায়ে।

আর্জেন্টাইন সাংবাদিক রয় নেমার জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিসের বিপক্ষে কোপা দি ফ্রান্সের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে পিএসজি। ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে নেই নেইমার। তার অনুপস্থিতে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন মেসি।

নেইমার না খেললে মেসিকে কেন ১০ নম্বর জাসি পরতে হবে? নিজের ৩০ নম্বর নিয়েই তো নামতে পারেন!

জানা গেছে, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেটা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে ১ থেকে ১১ নম্বর পর্যন্ত জার্সি পরে নামতে হবে ফুটবলারদের। সেই নিয়মই মানছেন মেসি।

যাই হোক, মেসির এই নিয়ম মানার ম্যাচে ভক্ত-অনুরাগীরা ক্লাব ফুটবলাররা ১০ নম্বর জার্সির মেসিকে দেখতে পাবেন। বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিটে নিসের বিপক্ষে শুরু হবে ম্যাচটি।

 

কলমকথা/ সাথী