উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজিকে হারানোর সুখস্মৃতি নিয়ে গতরাতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। লা লিগার সেই ম্যাচে মায়োর্কার বিপক্ষেও দাপটের সঙ্গে জিতল করিম বেনজিমাররা। প্রতিপক্ষের মাঠে রিয়াল জিতেছে ৩-০ গোলে। পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করা রিয়াল অধিনায়ক বেনজিমা এ ম্যাচে করলেন জোড়া গোল।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। বেনজিমার পাস থেকে বল পেয়ে রিয়ালকে এগিয়ে নেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৭৭তম মিনিটে স্পট কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজিমা। এর পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান ৩-০ করেন বেনজিমা।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের ফলে শিরোপা লড়াইয়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল তারা। ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৫১।

 

 

কলমকথা/ বিথী