প্রতিপক্ষের মাঠে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে তারা। ম্যাচের ৮৩তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ব্যবধান গড়ে দেন করিম বেনজেমা।

লস ব্লাংকোসদের ত্রাতা হয়ে আসেন করিম বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে বক্সের ভেতর থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান এই তারকা। চলতি লিগে এটি তার ১৯তম গোল। বাকি সময়ে আর রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাঙতে পারেনি ভায়োকানো। লিগে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।

২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বারোতম স্থানে রায়ো ভায়াকানো। রিয়াল মাদ্রিদ থেকে এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

 

কলমকথা/সাথী