মোত্তাহিদ ইসলাম মারজান | উলিপুর উপজেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন আজ ২৭ মে সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে উলিপুর পৌরসভা বনাম তবকপুর ইউনিয়ন ৪-১গোলে জয় লাভ করে। উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন (২৭ কুড়িগ্রাম ৩) উপজেলা প্রশাসন নুর-এ জান্নাত রুমি,

আলহাজ্ব মামুন সরকার মিঠু মেয়র উলিপুর পৌরসভা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃসোহরাব আলী মোল্লা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এবং পরবর্তীতে বিকাল ৪ ঘটিকার সময় থেতরাই ইউনিয়ন বনাম সাহেবের আলগা ইউনিয়ন (১-১)গোলে ড্র হয়ে ট্রাই বেকারে ৫-৩ গোলে থেতরাই বিজয়ী হয়।

বিকালে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃলেবু মিয়ার সঞ্চালনায় থেতরাই ইউনিয়ন বিজয় লাভ করে।