বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উলিপুরে বুড়াবুড়ি ইউনিয়ন কে হারিয়ে সেমি ফাইনাল এ দলদলিয়া ইউনিয়ন

 

মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধি 

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২১ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গত ২৭মে উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ শুভ উদ্বোধন এর মধ্য দিয়ে শুরু হয় খেলাটি আয়োজনে উপজেলা প্রশাসন নুর-এ-জান্নাত রুমি বাস্তবায়নে উপজেলা ক্রীড়া সংস্থা ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা জনাব মোঃ সোহরাব আলী মোল্লা’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

গত ২৮মে ১ম রাউন্ডে দলদলিয়া ইউনিয়ন বিজয় লাভ করে খেলাটির ২য় রাউন্ডে পৌছালে আজ দলদলিয়া বনাম বুড়াবুড়ি ইউনিয়ন প্রথমে ড্র হলে ট্রাই বিকারে ১০-৯ গোলে জয় লাভ করে দলদলিয়া ইউনিয়ন।

এসময় দলদলিয়া ইউনিয়ন এর দায়িত্ব তথা সঞ্চালনা করেন দলদলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আপেল সরকার সাগর এবং বুড়া-বুড়ি ইউনিয়ন এর সঞ্চালনা করেন বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান বলে জানা গেছে।