ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং বাবা হয়েছেন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার এবং তার স্ত্রী অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুবরাজ নিজেই টুইটারে পোস্ট করে এ তথ্য জানান।

টুইটবার্তায় যুবরাজ লিখেছেন, আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা আনন্দিত হয়ে এ খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

তবে সদ্যজাত সন্তানের কোনো ছবি দেননি যুবরাজ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টুইটারে তাদের গোপনীয়তা বজায় রাখতেও সবাইকে অনুরোধ করেন যুবরাজ। তিনি লিখেছেন- এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।

যুবরাজের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অফুরন্ত শুভেচ্ছায় সিক্ত করেন তার অনুরাগীরা।

২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ সিং।

কলমকথা/রোজ