দুঃসময়ের ঘোরপাকে পড়া বার্সেলোনা একটু একটু করে ফিরে পাচ্ছে নিজেদের। এল ক্লাসিকো সামনে রেখে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। শেষ পর্যন্ত মাঠের খেলাই ম্যাচের ভাগ্য গড়ে দেবে বলে মনে করেন এই ইতালিয়ান। আর্থিক সংকটে মহাতারকা লিওনেল মেসিকে হারানোর পর অঁতোয়ান গ্রিজমানকেও আতলেতিকো মাদ্রিদে ধারে পাঠায় বার্সেলোনা। নির্ভরযোগ্য তারকাদের অনুপস্থিতিতে রোনাল্ড কুমানের দলের সময়টা ভালো যাচ্ছে না মোটেও। সম্প্রতি অবশ্য বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে জেরার্দ পিকের একমাত্র গোলে দিনামো কিয়েভকে হারিয়েছে তারা। ইউরোপ সেরার চলতি আসরে টানা দুই হারের পর যা তাদের প্রথম জয়।

দিনামো ম্যাচের আগে বার্সেলোনা লা লিগায় জিতেছে ভালেন্সিয়ার বিপক্ষে, ৩-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ দুই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় রোববার রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালুনিয়ার দলটির সঙ্গে নতুন চুক্তি করা আনসু ফাতি, পেদ্রিরাও খেলতে নামবেন বাড়তি অনুপ্রেরণা নিয়ে। কাম্প নউয়ের ম্যাচটি নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানালেন নিজের ভাবনা।

ধীরে ধীরে নিজেদের ফিরে পাওয়া প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে সতর্ক করলেন দলকে। “অনেক সমস্যার মধ্যে থেকে দলটি (বার্সেলোনা) ঘুরে দাঁড়াচ্ছে; একটু একটু করে তারা নিজেদের আসল রূপ ফিরে পাচ্ছে, উন্নতি করছে।” রিয়ালেরও আত্মবিশ্বাসের কমতি নেই। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর সব ম্যাচের মতো ক্লাসিকোতেও মাঠের খেলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আনচেলত্তি।

“দলগুলো আগের কয়েক ম্যাচে কী করেছে, সেটা এ ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হলো মাঠের খেলা। সব ম্যাচই এমন।”

এ মুহূর্তে লা লিগার টেবিলে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের মতো ৮ ম্যাচে ১৭ করে পয়েন্ট সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার। ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা।