করোনা মহামারীর মধ্যেই দেশ মাতাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্ব শেষে আসরের সব দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। জৈব সুরক্ষা বলয়ে থেকেই অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের অষ্টম আসর।
মিরপুরে চারটি ম্যাচ খেলে শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগেই মিনিস্টার ঢাকার শিবিরে শোনা গেলো দুঃসংবাদ। শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানা কোভিড পজিটিভ হয়েছেন। খবরটি নিশ্চিত করা হয়েছে মিনিস্টার ঢাকার মিডিয়া বিভাগ থেকে।
খবরে জানানো হয়েছে, মিনিস্টার ঢাকার বাঁহাতি পেসার ইসুরু উদানা গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উদানাকে বিসিবির মেডিকেল প্রটোকল মেনে আইসোলেশনে রাখা হয়েছে। তাকে সার্বক্ষণিক দেখভাল করছেন বিসিবির মেডিকেল বিভাগ।
উদানা চলতি আসরে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। চার ম্যাচে উইকেট নিয়েছেন ৩টি। গত চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারকাবহুল মিনিস্টার ঢাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।