আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রান আটকে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের জন্য নিগার সুলতানার দলের প্রয়োজন ২০৮ রান।
শনিবার (৫ মার্চ) ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় ভোর ৪টায়। এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৪৯.৫ ওভারে ২০৭ রানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকান মেয়েরা।
প্রথম সাফল্যের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। ফারিহা তৃষ্ণার বলে ব্যক্তিগত ৮ রানে ফেরেন তাজমিন ব্রিটস। দলীয় ৩০ রানে দক্ষিণ আফ্রিকা হারায় প্রথম উইকেট। এরপর ওপেনার লৌরা উলভার্ডাট জুটি গড়েন লারা গোডালের সঙ্গে। দলীয় ৬৯ রানে দুজনকেই পরপর ফেরান রিতু মনি ও সালমা খাতুন।
উলভার্ডাট ৫২ বলে ৪১ রান করেন। আর লারার ব্যাট থেকে আসে ১২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাঝে লড়াই করেছিলেন মারিঝান্নে ক্যাপ ও চোল ট্রিয়ন। মারিজান্নে ৪৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। আর চোলের ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া ৩০ রানের বেশি কেউ করতে পারেননি। ২৫ রান করেন অধিনায়ক সুন লুস। ১৮ রান আসে মিগনুন দু প্রিজের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা। তিনি ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া জাহানারা আলম ও রিতু মনি নেন দুটি করে উইকেট। সালমা খাতুন ও রুমানা নেন ১টি করে উইকেট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।