ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘জি’ গ্রুপে তুরস্ক ও নরওয়েকে পেছনে ফেলে আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। বুধবার দিবাগত রাতে নরওয়ের বিপক্ষে শেষ দিকে জোড়া গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপের রানার্স-আপরা।

বুধবার শেষ রাউন্ডের খেলার আগপর্যন্ত সমান ৯ ম্যাচে নেদারল্যান্ডস, তুরস্ক ও নরওয়ের পয়েন্ট ছিলো যথাক্রমে ২০, ১৮ ও ১৮। ফলে জয়ব্যতীত আর পথ খোলা ছিলো না নরওয়ের। কিন্তু তারাই গেছে হেরে নেদারল্যান্ডসের কাছে।

ম্যাচের ৮৪তম মিনিটে প্রথম গোলটি করেন স্টিফেন বার্গউইন। পরে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে জয় নিশ্চিত করেন মেমফিস ডিপাই। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে মন্টেনেগ্রোকে ২-১ গোলে হারিয়েছে তুরস্কও।

কিন্তু ডাচরাও জয় পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তুরস্ক। ফলে তাদেরকে খেলতে হবে প্লে-অফ পর্বে। আর বিশ্বকাপ খেলার সব সম্ভাবনা শেষ নরওয়ের।