২০১৮ সালে ইউরোপীয় দলবদলের বাজার তোলপাড় করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তোলপাড় হবেই না কেন? টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতে রাজার বেশেই রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন, পাড়ি জমিয়েছিলেন জুভেন্তাসে।
অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা নিয়েই যে তৎকালীন ইতালিয়ান চ্যাম্পিয়নরা তাকে দলে ভিড়িয়েছিল, তা বলাই বাহুল্য। রোনালদোর তিন মৌসুমে সে আশা পূরণ হয়নি দলটির। তবে তাকে দলে ভিড়িয়ে তুরিনের দলটির সাহায্যের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে।
অন্তত তার সাবেক সতীর্থ জিয়ানলুইজি বুফনের মনে হচ্ছে তেমনই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
রোনালদোকে দলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ তো জিততে পারেইনি জুভেন্তাস, উল্টো দলীয় সংহতিও জলাঞ্জলি দিয়েছে দলটি, মনে করেন বুফন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।