ফ্রান্সের সবচেয়ে বড় ঘরোয়া ফুটবলের আসর লিগ ওয়ান। সেই লিগে এক খেলোয়াড়কে বোতল ছুড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে মাঠে ঢুকে যায় দর্শক। রবিবার রাতে নিস ও মার্সেইয়ের মধ্যেকার ম্যাচে দর্শকরা মাঠে প্রবেশ করে ঝামেলা করায় ম্যাচটি স্থগিত করা হয়।
নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই খেলাটি স্থগিত করা হয়। ম্যাচে তখন নিস ১-০ গোলে এগিয়ে ছিল। এই লিগেই মেসি-নেইমারদের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ৩৮ ম্যাচ খেলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।