২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। শুক্রবার ঘোষিত ২৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ফিলিপে কুতিনহো। তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জুনিয়র ডাক পাননি।

বাছাইপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ১২ নভেম্বর, কলম্বিয়ার মাঠে। এর পাঁচ দিন পর আর্জেন্টিনার মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।

কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি এর আগে স্থগিত হয়েছিল। সাও পাওলোয় ম্যাচ শুরুর কিছু সময় পর খেলা বন্ধ করে দেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সেই ম্যাচ নিয়ে এখনও তদন্ত চলছে। তবে আপাতত তদন্ত একপাশে রেখে ম্যাচটি ফের মাঠে গড়াবে। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।