ভারতের কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ নানগালকে ২০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১৪ মার্চ) একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ইংল্যান্ড থেকে পাঞ্জাবের জলন্ধরে এসেছিলেন সন্দীপ নানগাল।

সেখানেই হত্যা করা হয় তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবারই এই কবাডি প্রতিযোগিতার আয়োজন করতে তিনি পাঞ্জাবে আসতেন। সোমবার সন্ধ্যাে ৬টা নাগাদ জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীনই তাকে গুলি করা হয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাবাডি খেলেছেন সন্দীপ নানগাল।

জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিং জানিয়েছেন, আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতকারীরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়।

এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই খেলোয়াড়কে হত্যা করা হলো, কেনই বা হত্যা করা হয়েছে-এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলছে এখনও তদন্ত।

 

কলমকথা / সাথী