২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেট সমর্থক মোমিন শাকিবের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। প্রিয় দলের হার দেখে ‘মারো, মুঝে মারো’ বলে কান্নায় ভেঙে পড়েছিলেন শাকিব। গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পরে তিনি ফের আলোচনায় এসেছেন।
পাকিস্তানের এমন দাপুটে জয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছেন পাকিস্তানের সেই সমর্থক। চলতি টি-টোয়ন্টি বিশ্বকাপে ১০ উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। সেই ম্যাচের পর ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাতের রাস্তায় লন্ডনে শাকিবকে ঘিরে ধরেছে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী।
এমন জয়ে শাকিবের অনুভূতি জানতে চাওয়া হয়। জবাবে এই পাকিস্তান সমর্থক বলেন, ‘দেখুন, আজ আমি মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের শুভেচ্ছা জানাতে চাই। আমাদের দলে অসাধারণ ফোকাস ছিল। কী অসাধারণ ফোকাস ছিল তাদের খেলার প্রতি!
কোনো দলের বিপক্ষে এভাবে কেউ একতরফা জিতে? এ কেমন নিষ্ঠুরতা ভারতের সঙ্গে? এটা তো জুলুম হয়ে গেল বন্ধুরা! আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।