লম্বা সময় ধরেই পিঠের ব্যথায় ভুগছেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রায় এক বছর কোনো ম্যাচ না খেলা মাশরাফীর সামনে সুযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলার।

মিনিস্টার ঢাকার হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা নড়াইল এক্সপ্রেস নিয়মিতই অনুশীলনে আসছেন মিরপুরের একাডেমি মাঠে। বিপিএল মাঠে গড়াতে মাঝে বাকি মাত্র দুই দিন। আজ আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে দলগুলোর। দুপুর ১২ টা থেকে অনুশীলন শুরু হয় ঢাকার। যথারীতি বোলিং করতে আসেন মাশরাফীও।

তামিম ইকবালকে প্রথম দুই বল করে তৃতীয় বোলিং করতে এসে আর বল ছুড়তে পারেননি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। আর বোলিং করতেই দেখা যায়নি মাশরাফীকে। মাশরাফীর অবস্থা নিয়ে জানতে চাওয়া হলে ঢাকার ফিজিও এনামুল হক বলেন, ‘কোমরের পুরোনো ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফি।

তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজম্যান্ট। তার খেলা না খেলা নির্ভর করছে, ব্যথা মুক্ত হওয়ার উপর, ফিট থাকার উপর। এ ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি। ব্যথা মুক্ত হওয়া ছাড়া বলা যাচ্ছে না।’