দি মারিয়া ও মার্তিনেসের গোলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলিকে ২-১ গোলে হারায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর বিশ্রামে থাকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে আলবিসেলেস্তেরা। করোনা আক্রান্ত হওয়ায় দলের ডাগ আউটে ছিলেন না হেড কোচ লিওনেল স্কালোনিও। তারপরও জয় নিশ্চিত করতে সমস্যা হয়নি আর্জেন্টিনার।
মেসি না থাকায় আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড ছিল আনহেল দি মারিয়ার হাতে। চিলির মাঠে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন অভিজ্ঞ এ উইঙ্গার।
নবম মিনিটে রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল পেয়ে যাওয়ার পর দলকে এগিয়ে নেন দি মারিয়া।
নিজ মাঠে গোল হজম করার পর কিছুটা চাঙা হয়ে ওঠে চিলি। ২০ মিনিটে তারা গোল শোধ করে দেয়।
মার্সেলিনো নুনিয়েসের পাস থেকে গোল করেন ব্রেরেতন দিয়াস। ৬ ম্যাচ পর এটি ছিল আর্জেন্টিনার জালে প্রতিপক্ষের প্রথম গোল।
লিড ফিরে পেতে বেশি সময় লাগেনি সফরকারী দলের। ৩৪ মিনিটে দি পলের জোরালো শট চিলির গোলকিপার ঠেকিয়ে দিলে রিবাউন্ড পেয়ে যান লাউতারো মার্তিনেস।
কাছ থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলানের এ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণ সামলে খেলে আর্জেন্টিনা। চিলি বারকয়েক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।
দলে টানা ২৮ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার আগে রাতে মাঠে নামে ব্রাজিল। ইকুয়েডরের মাঠে চোট পাওয়া নেইমারকে ছাড়াই নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কিতোর মাঠে ৬ মিনিটে কাসেমিরোর গোলে লিড নেয় ব্রাজিল। এরপরই শুরু হয় নাটকীয়তা।
১৫ মিনিটের মাথায় ইকুয়েডরের গোলকিপার আলেক্সান্ডার দমিঙ্গেস লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় তারা।
এর পাঁচ মিনিট পর ম্যাচের প্রথম মিনিটে হলুদ কার্ড পাওয়া ব্রাজিলের ডিফেন্ডার এমারসন রয়্যাল দ্বিতীয় হলুড কার্ড পেয়ে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের সিংহভাগ সময় ১০ জন নিয়ে খেলে দুই দল।
ইকুয়েডরের ডিফেন্ডার পারভিস এসতুপিনিয়ানের সঙ্গে ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়াসের বল দখলের লড়াই। ছবি: টুইটার
২৬ মিনিটে ৯ জনের দলে পরিণত হওয়া থেকে রক্ষা পায় ব্রাজিল। গোলকিপার আলিসনকে ফাউলের দায়ে লাল কার্ড দেখিয়েও ভিডিও অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সেটি প্রত্যাহার করেন রেফারি।
ঘটনাবহুল প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে স্বাগতিক দল। ফেলিক্স তরেসের গোলে স্কোরলাইন ১-১ বানিয়ে দেয় ইকুয়েডর। বাকি সময়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি দুই দল।
ড্রয়ের পরও ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল ব্রাজিল। আর চিলিকে হারানোয় ব্রাজিলের সঙ্গে পয়েন্ট পার্থক্য কমিয়ে চারে নামিয়েছে দুইয়ে থাকা আর্জেন্টিনা।
রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে উরুগুয়ে।
এ অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সরাসরি আরও দুটি দল চূড়ান্ত পর্বে যাবে তাদের সঙ্গে। পঞ্চম দলকে প্লে-অফের বাধা টপকাতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।