আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উপস্থিতিতে আসন্ন কাতার বিশ্বকাপের বল উন্মোচন করা হয়। যার নাম দেয়া হয়েছে ‘আল-রিহলা’। আরবি ভাষায় যেটির অর্থ দাঁড়ায় ‘যাত্রা’। বলটি তৈরিতে ফুটে উঠেছে আয়োজক কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও দেশের পতাকার রংয়ের মিশেল।

বিশ্বকাপের বল উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়া এশিয়ার সেরা ফুটবলার দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং মিনও উপস্থিত ছিলেন সেখানে।

গতকাল বুধবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বল উন্মোচনের ঘোষণা দেয় ফিফা। বলটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ও ফিফা। তারা দাবি করছে, এ যাবত পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি গতিতে ছোটা বল এটি। বর্তমানে প্রচলিত গতিময় ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে এভাবে তৈরি করা হয়েছে বলটিকে।

 

কলমকথা/ বিথী