আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাব বার্সালোনায় তার একসময়ের ফুটবলগুরু পেপ গার্দিওলা। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে গার্দিওলার বর্তমান দল ম্যানচেস্টার সিটি। গার্দিওলাকে এখন কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ম্যানসিটির বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ায় এফএ কাপের তৃতীয় রাউন্ডে ডাগআউটে থাকতে পারবেন না এই হাই প্রোফাইল স্পানিশ কোচ। তিনি ছাড়াও কোভিড সংক্রান্ত কারণে আইসোলেশনে আছেন দলের সাত জন খেলোয়াড় ও ১৪ জন কর্মী।
গার্দিওলার পাশাপাশি তার সহকারী হুয়ান মানুয়েল লিও করোনা পজিটিভ হয়েছেন। উল্লেখ্য, প্রিমিয়ার লিগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সদ্যই লিভারপুলের কোচ জার্গেন ক্লপসহ বেশ কয়েকজন খেলোয়াড় এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগামী শুক্রবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চতুর্থ স্তরের ক্লাব সুইন্ডন টাউনের বিপক্ষে খেলবে ম্যান সিটি। এই ম্যাচে ডাগআউটে থাকবেন আরেক সহকারী কোচ রোদোলফো বোরেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।