আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে নিজের সবচেয়ে বেশি মিল খুঁজে পেয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার। মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গারকে দেয়া দীর্ঘ এক সাক্ষাতকারে শচীন তার ব্যক্তিগত এবং ক্যারিয়ারের নানা ঘটনার বর্ণনা দিয়েছেন। গত এক যুগ ধরে ফুটবল বিশ্বকে শাসন করা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, তা নিয়ে সারা দুনিয়া দুই ভাগে বিভক্ত।
শচীনকেও একই প্রশ্ন করা হয়েছিল যে, মেসি-রোনালদোর মাঝে কাকে তার বেশি পছন্দ? জবাবে তিনি বলেন, মেসির সঙ্গেই আমার মিল বেশি। তবে মিলের বিষয়গুলো খোলাসা করেননি ২০১১ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।
ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে এক স্মৃতিচারণে শচীন জানান, নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে যখন ড্রেসিংরুমে বসে কাঁদছিলেন; কোহলি এসে তার বাবার দেওয়া একটি ফিতা শচীনকে উপহার দিয়েছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।