মোহামেডান ম্যাচের দুই তৃতীয়াংশ সময় এগিয়ে থাকলেও শেষ দিকে দুই গোল খেল। চমক দেখিয়ে দুর্দান্ত জয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল রহমতগঞ্জ। বৃহস্পতিবার তারা প্রথম সেমিফাইনালে জিতেছে ২-১ গোলে।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। কর্নার থেকে উড়ে আসা বলে দূরের পোস্ট থেকে সতীর্থের হেড থেকে বাঁ পায়ে খালি জালে বল জড়ান রাজিব। ৬৭ মিনিটে মোহামেডান লাল কার্ড দেখে ১০ জনের দল হলে ম্যাচের মোড় ঘুরে যায়।
৭৮ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা ক্রস ধরে বক্সের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধার মুখে পড়েও বল নিয়ে ঢুকে পড়েন ফিলিপ। তারপর দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে কাছের পোস্ট দিয়ে শট নেন। বল গোলপোস্টে আঘাত করে জালে জড়ায়। সমতা ফেরানো রহমতগঞ্জ ইনজুরি সময়ে করে জয়সূচক গোল। ফিলিপের ক্রস ধরে সানডে চিজোবা লক্ষ্যভেদ করেন।
আগামী ৮ জানুয়ারি হবে ফাইনাল। রহমতগঞ্জের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচ শেষে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।