আর্জেন্টাইন নিউরোলজিস্ট ও টিভি উপস্থাপক নেলসন কাস্ত্রো বলেছেন, কিংবদন্তি ফুটবলার দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে সমাহিত করা হলেও সেই কফিনে ছিল না তার হৃৎপিণ্ড। এই ফুটবল কিংবদন্তির মৃত্যু ঘিরে এখনও চলছে নানা জল্পনা-কল্পনা। চিকিৎসকদের দায়িত্বে অবহেলাজনিত কারণে ম্যারাডোনার মৃত্যু ঘটেছে,

এমন অনেক কথা এবং তার সপক্ষে বিভিন্ন প্রমাণের ব্যাপারেও শোনা যাচ্ছে। আর্জেন্টাইন টিভি চ্যানেল ‘এল ট্রেস’ অনুষ্ঠানে নেলসন কাস্ত্রোর বইয়ের কিছু তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে হুয়ানা ভায়ালেকে দেয়া সাক্ষাৎকারে কাস্ত্রো বলেন,

হাসপাতালে সে সময় জিমনাসিয়া লা প্লাতার (মৃত্যুর আগে ম্যারাডোনা যে ক্লাবের কোচ ছিলেন) কয়েকজন সমর্থক ছিলেন। ম্যারাডোনার হৃৎপিণ্ডই ছিল তাদের আরাধ্য। তবে তারা সফল হয়নি এ কারণে নয় যে, কাজটা দারুণ দুঃসাহসী ছিল।

বরং এমন কিছু ঘটতে পারে ভেবে আগেই ম্যারাডোনার শরীর থেকে হৃৎপিণ্ড বের করে আনা হয়। তাছাড়া এই কিংবদন্তির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্যও তার হৃৎপিণ্ড জরুরি ছিল। সে কারণেই বলা যায়, হৃৎপিণ্ড ছাড়াই সমাহিত করা হয়েছিল ম্যারাডোনাকে।