মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁয়ের রানীশংকৈল শেখ রাসেল ষ্টুডিয়ামে আজ (১৪ জুন) সোমবার বিকাল ৪ টার সময় বঙ্গবন্ধুও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় পৌরসভা বনাম কাশিপুর দল এ খেলায় অংশগ্রহন করেন। এবং ফাইনাল খেলায় কাশিপুর ইউ”পি দল পৌরসভাকে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করেন।
ইউ এনও (ভারপ্রাপ্ত) প্রীতম সাহার সভাপতিত্বে, এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, গেস্ট অব অনার সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,
মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কাশিপুর ইউ,পি চেয়ারম্যান আব্দুর রউফ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।