দশ জনের দলে পরিণত হয়েও এলচের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই জয়কে ছাপিয়ে সামনে এসেছে ম্যাচের দুটি বির্তকিত ঘটনা।
যার একটি রিয়ালের ব্রাজিলিয়ান তারকা মার্সেলোকে ঘিরে। লালকার্ড দেখে রেফারির উদ্দেশ্যে ‘বাজে মন্তব্য’ করেন রিয়াল অধিনায়ক। শাস্তি হিসেবে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।
কোপা দেল রেতে বৃহস্পতিবারের সেই ম্যাচের ১০২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো। যদিও ফাউল করেননি বলে দাবি এই ব্রাজিলিয়ানের।
মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্ষোভ উগড়ে দেন রেফারি ফিগেরোয়া ভাসকেজের ওপর। ভাসকেজকে ‘তুমি খুব খারাপ’ মন্তব্য করেন এ ব্রাজিলিয়ান লেফট ব্যাক।
এমন মন্তব্যের জেরে মার্সেলোকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফেডারেশন।
তবে এ শাস্তির বিরুদ্ধে আপিল করবে রিয়াল।
কোপা দেল রের শেষ ষোলোতে সেই ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রিয়াল। শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।