হাঙ্গেরি ম্যাচের আগে একটি সাংবাদ সম্মেলনে ঠান্ডা পানীয়ের দু’টো বোতল সরিয়ে পানির বোতল তুলে নিয়ে ছিলেন রোনাল্ডো। বিপত্তি ঘটে সেখানেই। বিশ্ব বাজারে সেই ঠাণ্ডা পানীয়ের দর নেমে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ টেনেই ফের শ্রাবন্তীর সঙ্গে রোনালদোর নাম জুড়লেন এক নেটাগরিক।

কিন্তু কেন উঠল শ্রাবন্তী-প্রসঙ্গ? ২০১১ সালে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চট্টোপাধ্যায়ের ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিটি বেশ জনপ্রিয় হয়। সঙ্গে জনপ্রিয় হয় সেই ছবির একটি গান, নাম ‘কোকা কোলা’।

সেই গানের দৃশ্যে সোহম ও শ্রাবন্তীকে একসঙ্গে নাচতে দেখা যায়। জনৈক নেটিজেন প্রযুক্তির সাহায্যে সোহমের আসনে রোনাল্ডোকে বসিয়ে, তার সঙ্গে গানের দু’টি পংক্তি জুড়ে দেন।

নেটাগরিকের মিমে দেখা যায় রোনাল্ডো হেসে হেসে শ্রাবন্তীকে বলছেন ‘যতই বল আমায় বোকা ভোলা আরে বোকা ভোলা, খাব না তোর আমি কোকা কোলা’।