নতুন র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগের মতো শীর্ষস্থানেই রয়েছে বেলজিয়াম। নিজেদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই র্যাংকিংয়ে ছয়ে আছে আর্জেন্টিনা। ফ্রান্সকে পেছনে ফেলে তিন উঠে এসেছে ইংল্যান্ড। ফ্রান্স চারে ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি রয়েছে পাঁচে।
কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার অবস্থান ছয়ে। এদিকে, ফিফা র্যাংকিংয়ে আরো একধাপ পিছিয়ে এখন ১৮৯ নম্বরে বাংলাদেশ। পিছিয়েছে ফ্রান্স এবং স্পেনও।
ইংল্যান্ডকে তিন নম্বরে জায়গা দিয়ে চারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আর আটে স্পেন। বাংলাদেশির মতো র্যাংকিংয়ে অবনতি ঘটেছে ভারতেরও। ১০৫ নম্বর থেকে তারা নেমে গেছে ১০৭-এ। র্যাংকিংয়ে মোট ২১০টি দেশকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।