দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে দুই গোল ফিরিয়ে দিয়ে লড়াই জমিয়ে তুলেছিল লিডস। তবে ম্যানইউর জয় তাতে আটকায়নি। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লিডসকে ৪-২ গোলে হারিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ম্যানইউ।
ম্যাগুইরে ফার্নান্দেস, ফ্রেদ ও এলাঙ্গা করেন একটি করে গোল। লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ চারে ফিরেছে বার্সেলোনা। আবামেয়াংয়ের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন ডি ইয়ং ও পেদ্রি। বুন্দেসলিগায় রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলে গ্রেটার কুর্থের বিপক্ষে বায়ার্ন মিউনিখও জিতেছে ৪-১ গোলে।
এদিকে লিগে টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল ম্যানসিটি ও পিএসজি। দুই পরাশক্তির সেই অপরাজেয় যাত্রায় ছেদ পড়েছে। প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে তাদেরই মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েছে টটেনহাম। ওদিকে ফরাসি লিগে নঁতের মাঠে ৩-১ গোলে হেরেছে পিএসজি। অবিশ্বাস্যভাবে প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসে মরিসিও পচেত্তিনোর দল। ৪৭ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান কমান নেইমার। গত নভেম্বরের পর ব্রাজিলীয় ফরোয়ার্ডের প্রথম গোল এটি।
কিন্তু মিনিটদশেক পর এমবাপ্পের আদায় করা পেনাল্টি নষ্ট করে সেই নেইমারই হতাশ করেন সতীর্থদের। এদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ম্যানসিটিকে ভূপাতিত করে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমিয়ে দিয়েছে টটেনহাম। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫৭। লা লিগায় আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়ুস জুনিয়র ও মার্কো আসেনসিওকে দিয়ে দুটি গোল করানোর পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান ৩-০ করেন করিম বেনজেমা। দাপুটে জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষে রিয়াল। বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদও এদিন ৩-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।