ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের জবাবে একের পর এক নিষেধাজ্ঞা নেমে আসছে দেশটির ওপর। এবার চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০২২ শীতকালীন প্যারাঅলিম্পিকে খেলতে পারবে না রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগিরা।

ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি (আইপিএসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দেশ হিসেবে না হলেও নিরপেক্ষভাবে প্যারা অলিম্পিকে অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা।

নিজেদের দেশের পতাকা ব্যবহার করতে পারবেন না তারা। তাদের দেশের জাতীয় সংগীতও ব্যবহার করা যাবে না। এর আগেও ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্থানান্তরিত হয়েছে রাশিয়া থেকে।

কোনও রাশিয়ান দলকে উয়েফা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাইকোয়ান্ডো ব্ল্যাকবেল্ট কেড়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে রাশিয়ান গ্রাঁ পি। মোটর স্পোর্টিং থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে রাশিয়া এবং বেলারুশকে।

 

কলমকথা/ বিথী