চুক্তি নবায়ন করে সব গুঞ্জনের ইতি টেনে দিলেন এই ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাউথগেটের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। ২০১৬ সালে পূর্ণকালীন মেয়াদে ইংল্যান্ড কোচের দায়িত্ব পান সাউথগেট। তার হাত ধরে মেজর কোনো টুর্নামেন্টে শিরোপা জিততে না পারলেও ধারাবাহিকতা ধরে রেখেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
তার কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার পর চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয় ইংল্যান্ড। ২০১৮ সালে সাউথগেটের সঙ্গে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল এফএ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।