মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: সান্তাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ও যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর সভার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট ১২ মার্চ শুরু হয়।
চূড়ান্ত খেলায় মহাদেবপুর ফুটবল একাডেমী ৩-২ গোলে সান্তাহার ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ২০ হাজার টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা।
শুক্রবার বিকালে সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির আমন্ত্রনে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়,থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ-
সভাপতি আবু রেজা খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম,পৌর ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোকন, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি সমাজ খান, সাধারণ সম্পাদক
আব্দুল হাই সিদ্দিক, সহ সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।