সাবেক ইংলিশ নারী ক্রিকেটার সারাহ টেলর বলেছেন, ‘পুরুষ ক্রিকেটে নারীদের কোচিং করানোর ব্যাপারটা তো অসাধারণ। অনেক নারীই পুরুষ ক্রিকেটে কোচিংয়ে অবদান রাখবে বলে আমি মনে করি।
এটা নারী ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’ শুধু সাসেক্স দলেই নয়, এবার আবুধাবি টি-টেন লিগেও কোচিং করাবেন সারাহ। আসন্ন পঞ্চম টি-টেন লিগে তিনি টিম আবুধাবির সহকারী কোচ হিসেবে থাকবেন।
টিম আবুধাবিতে এবার খেলবেন ক্রিস গেইল। গেইলের সঙ্গে আগে কখনো দেখা হয়নি সারাহর। ‘ইউনিভার্সাল বস’ এর সঙ্গে দেখা করতে উদগ্রিব হয়ে আছেন সাবেক ইংলিশ নারী উইকেটরক্ষক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।