জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেশাদারিত্বের কারণেই আপাতত জাতীয় দলের দায়িত্ব নিতে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় এই কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি।

এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর খতিয়ে দেখা হয়, কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। নীতিনির্ধারকদের বড় অংশ পরামর্শ দিয়েছিলেন, পরিবর্তন আনতে হবে কোচিং প্যানেলে। সেই ধারাবাহিকতায় সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা দিতে চেয়েছিল বিসিবি। সালাউদ্দিন বলেন, ‘বিসিবি খুব ভালো পরিকল্পনা করেছে।

আমাকে প্রস্তাব করায় তাদের ধন্যবাদ ধন্যবাদ জানাই। তবে এখন আমি অনেক দায়িত্বে জড়িয়ে আছি। এর মাঝেই সাকিব, তামিম, মুমিনুল বা যেকোনো ক্রিকেটার আমার কাছে আসলে তাদের সাহায্য করি।’ সালাউদ্দিন বলেন, ‘সহকারী কোচের দায়িত্ব যদি নেই তাহলে আগের সব কমিটমেন্ট ছেড়ে আসতে হবে। একজন পেশাদার কোচ হিসেবে এটা করা ঠিক হবে না। ভবিষ্যতে বিসিবি আবারও প্রস্তাব দিলে আর ব্যাটে-বলে মিললে ভেবে দেখব।