আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার ব্যাটার ও উইকেটরক্ষক নিকোলাস পুরান।

এছাড়া আরো দুই ক্যারিবিয়ান ক্রিকেটার লেন্ডল সিমন্স ও ডেভন থমাসকে দলে ভিড়িয়েছে সিলেট। পুরানকে দলে নেয়ার বিষয়টি আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে সিলেট। আর গতকাল সিমন্স ও থমাসের বিষয়টি নিশ্চিত করে সিলেট সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি। পুরান, সিমন্স ও থমাসের সঙ্গে বিদেশী ক্রিকেটারদের মধ্যে আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস, শ্রীলংকার দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো পেরেরা, ইংল্যান্ডের রবি বোপারা, দক্ষিণ আফ্রিকার আলেক্সান্ডার ও পাকিস্তানের সিরাজ আহমেদ।

দেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখনরা। বিদেশীদের মধ্যে চান্ডিমাল, উইলিয়ামস, আলেক্সান্ডার, বোপারা, পেরেরা, সিরাজকে ড্রাফট থেকে দলে নেয় সিলেট।