বাংলাদেশ দলের পারফরম্যান্সকে ‘জঘন্য’ বলে মূল্যায়ন করলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। পরক্ষণেই বললেন, দল গোছাতে সময় লাগবে। বিসিবি কর্মকর্তাদের এই উপলব্ধিটা দল ঘোষণার আগে হলে ভালো হতো। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস বা সৌম্য সরকারকে তাহলে বাইরে থাকতে হতো না।
অপরিণত সাইফ হাসানকেও লজ্জায় পড়তে হতো না। বিশ্বকাপের ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়ে বোর্ড কর্মকর্তারা এলোমেলো না হলে আজ বাংলাদেশ দলটিকে অগোছালো দেখতে হতো না। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে খেললে পাকিস্তানের বিপক্ষে হয়তো এতটা বিপর্যস্ত হতো না দল।
বাংলাদেশ টি২০ সংস্করণে ভালো দল ছিল না কোনো দিনই। তাই বলে এত খারাপ দলও ছিল না। ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল খেলা দল বাংলাদেশ। এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে উন্নীত হয়েছিল ফাইনালে। শিরোপার ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।