স্ত্রী ও দুই সন্তান সুস্থ হয়ে বাসায় এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাকিবের পরিবারে। গতকাল শনিবার (২৬ মার্চ) শিশির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগের দিন বাসায় ফিরেছে মেয়ে ইরাম আল হাসান। নিউমোনিয়া থেকে প্রায় সেরে উঠেছে সে। ঠান্ডা জ্বরে ভোগা ছেলে ইজাহ আল হাসান ভালো আছে।

অনেকদিন পর অ্যালাইনা হাসান পুরো পরিবারকে বাসায় পেয়েছে। এর পরও সাকিবের হাসপাতালে যেতেই হচ্ছে। মা শিরিন রেজা ফুসফুসের ইনফেকশন নিয়ে হাসপাতালেই রয়েছেন। হার্টের সমস্যা থেকে ঠান্ডাজনিত কারণে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তার। পরিবার সদস্যদের বিশ্বাস, দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরবেন সাকিবের মা শিরিন।

তবে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির শরীর খুব একটা ভালো নেই। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হবে কিনা এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে পরিবার। তবে পরিবারের অন্য সদস্যরা একে একে ঘরে ফেরায় মানসিকভাবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলার জন্য প্রস্তুত হতে পারবেন সাকিব।

 

 

কলমকথা/ বিথী