টানা দুই ম্যাচে হতাশাজনক ফলের পর ভ্যালেন্সিয়াকে পেয়ে আলো ছড়াল বার্সেলোনার আক্রমণভাগ। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
এ নিয়ে লা লিগায় টানা নয় ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা, সব প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচ ধরে অপরাজিত জাভি হার্নান্দেজের দল। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ।
২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল বেতিস।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।