১১ বছরের সম্পর্ক শেষ করে ইন্টার মিলান ছেড়েছেন স্লোভেনিয়ান গোলরক্ষক সামির হান্ডানোভিচ। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৯ সালে ইন্টারের অধিনায়ক হিসেবে মনোনীত হান্ডানোভিচের সঙ্গে জুনে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্টে পরিণত হয়েছেন।

এক বিবৃতিতে ইন্টার লিখেছে, ‘ড্রেসিং রুমের নেতা, একজন সাহসী অধিনায়ক হিসেবে সামির হান্ডানোভিচ সবসময়ই সকলের হৃদয়ে থাকবেন। গত ১১ বছর ধরে যেভাবে সে নেরাজ্জুরিদের গোলবার সামলানোর দায়িত্ব পালন করেছেন তা অতুলনীয়।’

জানুয়ারিতে পেশীর ইনজুরিতে পড়েছিলেন হান্ডানোভিচ। সেই ইনজুরির কারণে মৌসুমে মাত্র ১৪টি ম্যাচে মূল দলে খেলেছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচও খেলতে পারেননি। সিমোন ইনজাগির দলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন আন্দ্রে ওনানা।

৩৮ বছর বয়সী হান্ডানোভিচ ২০১২ সালের জুলাইয়ে ইন্টারে যোগ দিয়েছিলেন। ২০২০-২১ মৌসুমে সিরি-এ শিরোপা জয়ে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে দুটি ইতালিয়ান কাপ ও দুটি সুপারকাপও জয় করেছেন। তার অধিনায়কত্বে ইন্টার ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগ ও ২০১৯-২০ ইউরোপা লিগে রানার্স-আপ হয়েছে।