আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মাঠে বসে উপভোগের সুযোগ পাচ্ছেন দেশের দর্শকরা। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় খেলা দেখার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। দুই টি-টোয়েন্টির এই সিরিজের শেষ ম্যাচ ৫ মার্চ।
মঙ্গলবার (১ মার্চ) এক বিবৃতিতে টিকিট ছাড়ার ঘোষণা দেয় বিসিবি। পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে বুথ। ২ মার্চ (বুধবার) থেকে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিনও দর্শকরা সংগ্রহ করতে পারবেন টিকিট। দ্বিতীয় ম্যাচের টিকিটও পাওয়া যাবে খেলার দিন ও আগের দিনে।
৫ ক্যাটাগরির টিকিট হলো- গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি ১০০ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।