ইউক্রেন রাশিয়ার আগ্রসনের ৩২তম দিন চলছে আজ। যুদ্ধ পরিস্থিতে ঘরছাড়া হয়েছেন লাখ লাখ ইউক্রেনীয়। বাস্তুহারা তো হয়েছেনই, নিজ দেশ ছেড়েও পালাতে হয়েছে তাদের। ঘরহারা এই ইউক্রেনীয়দের জায়গা হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। নিরাপদ আবাসস্থল খুঁজে পেতে ৩০০ কিলোমিটার পাড়িয়ে সুদূর ফ্রান্সে পৌঁছেছে অনেক ইউক্রেনীয় নাগরিক।

এমন ৩০ ইউক্রেনীয় রিফিউজির জন্য এবার নিজের ঘরের দুয়ারই খুলে দিলেন লিওনেল মেসির পিএসজি সতীর্থ কেইলর নাভাস। ইউরোপীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিপসিদের একটি সংস্থা বার্সেলোনার গ্রাসিয়া থেকে ক্রাকোউতে গিয়েছিল খাবার ও ইউক্রেনীয় রিফিউজিদের নিয়ে আসতে। কেইলর নাভাস বিষয়টি জানতে পারেন ও রিফিউজিদের ৩০ জনকে নিজের ঘরে জায়গা করে দেন।’

স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত জানিয়েছে, ‘৩০টি বিছানা কিনে তিনি নিজের সিনেমা কক্ষে স্থাপন করেছেন, তার স্ত্রী তাদের জন্য খাবার তৈরি করে চলেছেন। তার পরিবার রিফিউজিদের কাপড় সরবরাহ করছেন।’ পুরো কাজটা তারা করছেন ধর্মপ্রচারের জন্যই। ইউরোপীয় সংবাদ মাধ্যম ধর্মপ্রচারের ক্ষেত্রে অনন্য নজির হিসেবে দেখছে বিষয়টিকে।

 

 

কলমকথা/ বিথী