অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের সামনের আসরের খেলোয়াড় নিবন্ধনের জন্য বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এতে মোট ১৩টি দেশের ১৬৯ জন ক্রিকেটারের নাম রয়েছে।
বুধবার (৩ আগস্ট) সেখান থেকে বিগ ব্যাশের আয়োজকরা ৯৮ জন বিদেশি ক্রিকেটার বেছে নিয়েছেন। বিগ ব্যাশের বিদেশি ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেবাংলাদেশ থেকে তিন খেলোয়াড় । বাংলাদেশি এই ক্রিকেটাররা হলেন-দুই পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মন্ডল। আগামী ১৩ ডিসেম্বর বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে।
প্রায় দুই মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল আগামী বছরের ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিগ ব্যাশের ড্রাফট আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই জানা যাবে বাংলাদেশি কোনো ক্রিকেটার এই লিগে দল পাবেন কিনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।