তরুণ অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে আজ একদল তরুণ টাইগার ক্রিকেটারের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ের। ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে তিনি আত্মবিশ্বাসী সোহান জানান, ‘এখানে শিখতে আসিনি। জেতার জন্যই এসেছি।’
জাতীয় দলের কোনো সিনিয়র খেলোয়াড় ছাড়াই শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্থানীয় সময় দুপুর ১টা অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৫টায় প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে মাঠে টাইগাররা। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় পেয়েছে মাত্র ১টিতে। সর্বশেষ উইন্ডিজ সফরেও বিধ্বস্ত হয়েছে টাইগাররা। আর তাই নতুনদের দিয়েই পরীক্ষা চালাচ্ছে বিসিবি।
এ ম্যাচে অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ- লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।