মালয়েশিয়ান চ্যাম্পিয়ন সিরিজের রাউন্ড ৩-এর রেস ১-এর ৪৩টি গাড়ির মধ্যে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের রেসার অভিক আনোয়ার।

শুক্রবার (২২ জুলাই) পি২ রেস জিতে কোয়ালিফাই করেছিলেন বাংলাদেশের একমাত্র এফআই দ্বারা স্বীকৃত এই মোটর স্পোর্টস ড্রাইভার।

রেসে দ্বিতীয় হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আজ মালয়েশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৩টি গাড়ির মধ্যে দ্বিতীয় হয়েছি।

 

এই সাফল্য শুধু আমার একার নয়, এই সাফল্য দেশবাসীর। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ।

এদিকে আগামীকাল রোববার (২৪ জুলাই) পি৩-এর রেসে অংশ নেবেন অভিক। সেখানে জিতলে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবেন দেশসেরা এই রেসার।