এশিয়া কাপের ফাইনালে হেরে যখন বিমর্ষ পাকিস্তান দল এবং সেখানকার ক্রিকেট সমর্থকরা। এবার দেশটির এক বোলারের নিষিদ্ধ হওয়ার খবর এশিয়া কাপ হাতছাড়া হওয়ার তেতো স্বাদকে আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তানি সমর্থকদের কাছে।

পাকিস্তানের ঘরোয়া লিগের দল খাইবার পাখতুনখাওয়ার বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদিকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আচরণবিধির অনুচ্ছেদ ২.৪ ভঙ্গের দায়ে এই ক্রিকেটারের বিরুদ্ধে দুটি অভিযোগ এনে নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে।’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরও জানিয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠায় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাঁ-হাতি এই স্পিনার এখন থেকে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে নিজেকে জড়াতে পারবেন না। তার বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।