সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্ব অর্জনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর আরেক প্রতিষ্ঠান তমা গ্রুপও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সাবিনা খাতুনদের বাফুফের পক্ষ থেকে অভ্যর্থনা জানাতে এসেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান মানিক।

তিনি তমা গ্রুপের চেয়ারম্যান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। তমা গ্রুপ ফুটবল উন্নয়নে থাকে। এরই অংশ হিসেবে নারীদের ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

একই দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে ৫০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করে বিসিবি। এছাড়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন এ জয় ঐতিহাসিক জয় পুরো জাতিকে গর্বিত করেছে।