এশিয়া কাপের সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানি ব্যাটার আসিফ আলি আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ব্যাট হাতে তেড়ে যান আফগান বোলার ফরিদ আলমের দিকে। ম্যাচশেষে ওই রেশটা ছড়িয়ে পড়ে গ্যালারিতে।

ঐতিহাসিক ওই ম্যাচে এক উইকেটের হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। চেয়ার তুলে আক্রমণ করে বসেন পাক সমর্থকদের ওপর। ম্যাচের শেষ ওভারেও গ্যালারি কাঁপছিল আফগান হুঙ্কারে, কাবুলি গর্জনে।

বুধবার (৭ সেপ্টেম্বর) নাসিম শাহ যে মুদ্রার উলটোপিঠ দেখিয়ে দেবেন, সেটি তারা ঘুণাক্ষরে ভাবনেনি, অবচেতন মনে কল্পনাও করতে পারেননি। শেষ ওভারের প্রথম দুই বলে নাসিমের দুই ছক্কায়। ১ উইকেটে জিতে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

এতে করে ছিটকে যায় আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে লড়বে পাকিস্তান। প্রতিবেশী দেশ হলেও দুই দলের সমর্থকদের সম্পর্ক যেন দা কুমড়ার মতো। ম্যাচের আগে পরে সমর্থকদের সঙ্গে কথা বলে এমন আঁচ পাওয়া যায়। ম্যাচেতো সেটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

নিজ দেশের সমর্থকদের ওপর আক্রমণের একটি ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সাবেক পাক পেসার শোয়েব আখতারকে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আফগান ভক্তরা এটা কী করছে? এটা তারা অতীতে একাধিকবার করেছে। এটি একটি খেলা এবং এটি সঠিক মেজাজে পরিচালিত হওয়া উচিত।’