মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এবার মাঠের খেলা সরাসরি সম্প্রচার করবে। এনবিসি নিউজ জানিয়েছে, সম্প্রতি খেলাধুলা বিষয়ক কনটেন্টের দিকে বেশ আক্রমণাত্মকভাবেই এগোচ্ছে অ্যাপল।
নিজস্ব স্ট্রিমিং প্লাটফর্মে ফুটবল ম্যাচ প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ ‘মেজর লিগ সকার (এমএলএস)’-এর সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল টিভি+ সেবায় নতুন ও ‘এক্সক্লুসিভ’ কনটেন্ট আনতে অ্যাপল বড় বিনিয়োগ করে ব্রডকাস্ট ব্যবসাতে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে। মঙ্গলবারের চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে এমএলএসের ফুটবল ম্যাচগুলো কেবল অ্যাপলের অ্যাপের মাধ্যমেই দেখতে পারবেন দর্শকরা।
অ্যাপল টিভি+ গ্রাহকরা কিছু ম্যাচ দেখতে পারবেন তাদের বিদ্যমান গ্রাহক পরিকল্পনার অধীনেই। তবে, সব ম্যাচ দেখতে চাইলে এমএলএসের আলাদা গ্রাহক পরিকল্পনা কিনতে হবে দর্শকদের।
২০১৯ সালে অ্যাপল টিভি+ দিয়ে স্ট্রিমিং প্লাটফর্ম যুদ্ধে নাম লিখিয়েছিল অ্যাপল। তারপর থেকে নিজস্ব প্রযোজনায় সিনেমা আর সিরিজ বানিয়ে নিজের পোর্টফোলিও ভারি করে চলেছে প্রতিষ্ঠানটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।