আজ রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দাসুন শানাকার শ্রীলঙ্কা ও বাবর আজমের পাকিস্তান। এরই মধ্যদিয়ে আজ পর্দা নামছে এশিয়া কাপের ১৫তম আসরের।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের পথে অবশ্য পাকিস্তানকে হারিয়ে একটি বার্তা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারায় দাসুন শানাকার দল। ট্রফি জেতার জন্য এক দশকের দীর্ঘ অপেক্ষা পাকিস্তানের।
শেষবার তারা এশিয়া কাপ জিতেছে ঢাকায় সেই ২০১২ সালে। ১০ বার ফাইনালে উঠে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে বিদায় করা শ্রীলঙ্কাও এই টুর্নামেন্টের অন্যতম সফলতম দল। এখন দেখার বিষয় এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট কোন দল পায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।