ড্রয়ের মধ্য দিয়ে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও জার্মানির রোমাঞ্চকর লড়াই শেষ হলো। তবে এর আগে জমজমাট ফুটবল উপহার দিল দুই দলই। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
আরো পড়ুন: আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে বিপাকে রণবীর
টি-টেনে দল পাননি বাংলাদেশি ক্রিকেটার তামিম-রিয়াদ
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে জয়ের স্বপ্ন দেখছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত জার্মানরা ঘুরে দাঁড়িয়ে হার এড়াতে সক্ষম হয়। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে করা ইলকান গিনদোয়ানের গোলে এগিয়ে যায় জার্মানি।
তবে ৭১তম মিনিটে লুক শ’র গোলে ব্যবধান কমায় ইংল্যান্ড। এরপর ম্যাসন মাউন্ট ও হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৮৭ মিনিটে গিয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।