বাবর আজমের দরকার ছিল মাত্র ২১ রান। সেই রানটুকু করে পাকিস্তানের ১১তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন তিনি। একই সঙ্গে শ্রীলঙ্কার স্পিনারদের তোপের মুখে পড়া পাকিস্তানকে একাই টেনে নিলেন অধিনায়ক।

ওয়ানডেতে ৪৪৪২ ও টি-টোয়েন্টিতে ২৬৮৬ রান করা বাবর টেস্টে ২৮৫১ রান নিয়ে গলে শ্রীলঙ্কার মুখোমুখি হন। দারুণ ফর্মে থাকা পাকিস্তানের অধিনায়ক করেন ২২তম হাফ সেঞ্চুরি। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান বাবর।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করতে বাবর পাকিস্তানের অন্যদের চেয়ে সবচেয়ে কম ২২৮ ইনিংস খেলেছেন। পাকিস্তান ক্রিকেট টুইটারে বাবরকে অভিনন্দন জানিয়ে লিখেছে, বাবর শীর্ষে।

সব ফরম্যাটেই অবিশ্বাস্য ধারাবাহিকতা। জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, ইউনুস খান, মিসবাহ উল হক, সেলিম মালিক, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির পর তিনি এই মাইলফলকে নাম লিখলেন।

শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দেওয়ার পর পাকিস্তান প্রথম ইনিংস খেলতে নামে। স্বাগতিক স্পিনাররা যেভাবে ম্যাচে দাপট দেখাচ্ছেন, তাতে করে পাকিস্তানের নাভিশ্বাস উঠে গেছে। বাবর না দাঁড়ালে সর্বনাশই হতে পারতো সফরকারীদের।